ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুক যুদ্ধে ডাকাত নিহত, আহত ৪ পুলিশ সদস্য

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ১৪ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সরাইল উপজেলার পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মনিক মিয়া রসুলপুর পূর্ব পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত মানিক মিয়াকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় মানিক মিয়া নিহত হয়। আরো আহত হয় এসআইসহ ৪ পুলিশ। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ২ টি পাইপগান, ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি