ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শেরপুরে বন্য হাতির আক্রমনে নিহত ৩

প্রকাশিত : ১৫:৫১, ১৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫১, ১৪ অক্টোবর ২০১৬

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পানবর ও দুধনই গ্রামে এ’ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার  রাতে প্রতিদিনের মতো অর্ধশতাধিক বন্যহাতি পানবর ও দুধনই গ্রামে তাণ্ডব চালায়। গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে তাড়াতে গেলে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। তারা হলেন- পানবর গ্রামের আহিতন নেছা, জহুরুল হক ও দুধনই গ্রামের আব্দুল হাই। হাতির দল ৫টি বসত ঘর গুঁড়িয়ে দেয়। এছাড়া, ১৫ একর জমির আমন ধান নষ্ট করেছে। এ’ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি