ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দক্ষ জনবল তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যলয়গুলোকে এগিয়ে আসার আহবান

প্রকাশিত : ১৯:৫৯, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ৩ মার্চ ২০১৬

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যলয়গুলোকে এগিয়ে আসার আহবান জানালেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই যুগ পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ খাতে সরকার বড় কিছু প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ দেশে নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক যোগযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি