ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অ্যাম্বুলেন্সের চাপায় শিশুসহ নিহত ২, আহত ৫, চালক আটক

প্রকাশিত : ১৪:১৫, ১৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:১৫, ১৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ গেছে শিশুসহ ২ জনের। আহত ৫ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আটক করা হয়েছে অ্যাম্বুলেন্সের চালককে। এদিকে, আহতদের সুস্থ করে তুলতে সর্বাত্বক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক। বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাবাকে দেখা হলো না শিশু সাকিবের, মা’র সঙ্গে হাসপাতালে ঢুকার সময় অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ যায় শিশুটির। এ’সময় মারা যান আরো ১ অজ্ঞাত পরিচয় বৃদ্ধ, আহত হন শিশু সাকিবের মাসহ ৫ জন। প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালের প্রবেশে মুখে বেপোরোয়া ভাবে অ্যাম্বুলেন্সটি ঘোরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পরিদর্শন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আহত দুইজনের অবস্থা আশঙ্কজনক। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি