ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৭, ২৭ মার্চ ২০১৯

সারাদেশে বিভিন্ন আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

ভালুকা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বিশেষ মোনাজাত ও  দিনব্যাপী স্বাধীনতা দিবসের কর্মসূচী পালিত হয়।

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের দু’হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টরীর’ মোড়ক উন্মোচন করা হয়। ২ হাজার ৭৩০ জন জীবিত মুক্তিযোদ্ধার দু’হাতের আঙ্গুলের ছাপ, ছবি ও তথ্য সংকলিত আছে এই বীরগাঁথায়।

চুয়াডাঙ্গায় কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

জামালপুর জেলা প্রশাসন আয়োজন করে কুচকাওয়াজ, ডিসপ্লে ও রক্ত দান কর্মসুচী।

সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে ঝিনাইদহে দিনটির সূচনা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দেয়া, বিশেষ মোনাজাত ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

কেরানীগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়াও দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সংবর্ধনা দেয়া হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলায় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ সকলের জন্য উম্মুক্ত রাখা হয়। মৌলভীবাজারের লাউয়াছড়ায় অবমুক্ত করা হয় ১১টি বন্যপ্রানী।

ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং মাগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এছাড়া রংপুর, মানিকগঞ্জ, রাজবাড়ি, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি