ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শ্রীলংকা ও পাকিস্তান মুখোমুখি হবে আগামীকাল

প্রকাশিত : ২০:০৮, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০৮, ৩ মার্চ ২০১৬

এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে শ্রীলংকা ও পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। ইতিমধ্যে দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাওয়ায় এ ম্যাচটি দু দলের জন্য শুধুই আনুষ্ঠাকিতার । নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু পাকিস্তানের। মাঝে আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে করুন হারে ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় আফ্রিদী বাহিনীর। এদিকে, শ্রীলংকাও আগের তিনটি ম্যাচের জয় শুধু আরব আমিরাতের বিপক্ষে। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরে ফাইনালে উঠতে ব্যার্থ হয় লংকানরা। তাই শেষ ম্যাচটি নিয়ম রক্ষার হলেও জয়ের জন্যই মাঠে নামবে উভয় দল। বিশ্বকাপের আগে অন্তত শান্তনার জয়ের জন্য মুখিয়ে আছে দুই দলের খেলোয়াড়রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি