ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জেএমবি নেতা আসাদুলের ফাঁসি আজ

প্রকাশিত : ১০:৩৭, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৭, ১৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে হত্যা মামলায় জেএমবি নেতা আসাদুলের ফাঁসি আজ। রাত সাড়ে ১০টায় আসাদুলের ফাঁসি কার্যকর করা হবে। খুলনা জেলা কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। এরিমধ্যে জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ছয়জনের ফাঁসি কার্যকর হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর তাদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯মে এই হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনের ফাঁসির আদেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি