ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বনানীর আগুন কেড়ে নিলো সুখি দম্পতির জীবন

প্রকাশিত : ১৩:০৩, ২৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০১৯

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লেগে নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছে। তাঁরা হলেন মাকসুদুর রহমান ও তাঁর স্ত্রী রুমকি আক্তার (৩০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন মাকসুদুর রহমানের খালাতো ভাই ইমতিয়াজ আহমেদ।

তিনি জানান, বনানীর ওই ভবনের ১০ অথবা ১১ তলায় একটি ট্যাভেল এজেন্সিতে চাকরি করতেন তাঁরা। তিনি আরো জানান, এই ঘটনায় রুমকির স্বামীর মৃতদেহ ইউনাইটেড হাসপাতালে আছে।

নিহত রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার আসরাফ আলীর সন্তান। তাঁরা স্বামী-স্ত্রী রাজধানীর গেন্ডারিয়ার আলমগঞ্জ এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তাঁদের কোনো সন্তান ছিল না।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি