ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

প্রকাশিত : ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৪, ১৬ অক্টোবর ২০১৬

আগামী ১৬ অক্টোবর ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সফরে প্রত্যাশা অনেক, তবে সাফল্য অর্জনে শুধুমাত্র শর্তযুক্ত ঋণে মুখাপেক্ষী না হয়ে বড় প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আদায় করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আলোচনায় গুরুত্ব দিতে হবে পানি সমস্যা, নদী ভাঙন রোধসহ জনশক্তি রফতানি ইস্যুও। ১৯৭২ সালে ৫ কোটি ডলার ঋণচুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি হয় বিশ্বব্যাংকের। এর ধারাবাহিকতায় এ পর্যন্ত প্রায় ২০ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে সংস্থাটি। এছাড়া কারিগরি, কৃষি, অবকাঠামো, শিক্ষাসহ অন্যান্য উদ্যোগেও পাশে থেকেছে বিশ্বব্যাংক। সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মন্তব্য করেন, প্রতিষ্টান দুটি চরিত্র বদল হয়েছে। তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এখন সময় এসেছে শর্তহীন প্রকল্প নিয়ে এগিয়ে যাবার। বিশেষ প্রস্তুতি নিয়ে নীতিনির্ধারকদের উন্নয়ন পরিকল্পনা বিশ্বব্যাংকের সামনে তুলে ধরার তাগিদ দিলেন এ অর্থনীতিবিদ। নিম্ন আয়ের দেশকে সহায়তা অব্যহত রেখেছে বিশ্বব্যাংক। তবে তা কাজে লাগানোর দায়িত্ব নীতিনির্ধারকদের বলে মনে করেন বিশ্বব্যাংকের কর্মকর্তা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর পদ্মা সেতুসহ অমিমাংশিত ইস্যুগুলোতে কার্যকরি প্রভাব রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি