ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ২শিশু হত্যায় গ্রেফতার মা মাহফুজার ৫দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত : ১৮:৫৮, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২০, ৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

benarosiরাজধানীর বনশ্রীতে ভাই-বোন খুনের মামলায় মা মাহফুজা জেসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকান্ডের সঠিক কারণ যাচাই করতেই জেসমিনকে রিমান্ডে নেয়া হয়েছে। এদিকে, কি করে জেসমিন নিজের সন্তানকে এভাবে হত্যা করলেন, তা এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে স্বজনদের কাছে। রামপুরার বনশ্রীতে দুই শিশু সন্তান হত্যা মামলার আসামি তাদের মা মাহফুজা জেসমিনকে শুক্রবার দুপুরে রামপুরা থানা থেকে আদালত নেয়া হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দু’পক্ষের আইনজীবীরা এনিয়ে কথা বলেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থেই জেসমিনকে রিমান্ডে নেয়া হয়েছে। ওদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে বোনের জড়িত থাকার কথা বিশ্বাস করতে পারছেন না দুই শিশুর খালা আফরোজা মিলা। বোনকে মানসিক রোগী হিসেবে মানতেও নারাজ তিনি, যদিও তার মা এ রোগে ভুগছেন। সোমবার সন্ধ্যায় বনশ্রীর এই বাসায় ১২ বছর বয়সী নুসরাত আমান অরণি ও ৬ বছর বয়সি আলভী আমানের অস্বাভাবিক মৃত্যু হয়। পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দু’টিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক। বুধবার দুই শিশুর মা জেসমিনকে জামালপুরে আটক করে র‌্যাব। বৃহষ্পতিবার তাকে রামপুরা থানায় সোপর্দ করা হয়। এদিনই নুসরাত ও আলভীর বাবা আমান উল্লাহ জেসমিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি