ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন

প্রকাশিত : ১৪:৫০, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৫০, ১৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়েছে। এরফলে দেশটিতে আগাম নির্বাচন দিতে হবে। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে আইনপ্রণেতাদের মতবিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘটনাকে সহযোগিতার ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বজুড়েই তেলের দাম কমে গেছে। এরফলে কুয়েতের সরকার কিছু সুবিধা বন্ধ করে দিয়েছে। এরমধ্যে জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে পেট্রোলের দাম ৮০ ভাগ বাড়ানোর বিষয়টিও রয়েছে। এরফলে মতবিরোধের সৃষ্টি হয়। আগামী বছরের জুলাইয়ে সরকারের চারবছর পূর্ণ হওয়ার কথা ছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি