ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মদ পানে দুই রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত : ১১:০৯, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

অতিরিক্ত মদ পান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহতাসিম রাফিদ খান এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুর্য রায়। নিহত রাফিদ খানের বাড়ী খুলনায় এবং তুর্য রায়ের বাড়ি নীলফামারির ডোমারে।

সহকারী প্রক্টর জানান, নগরীর মুন্নাফের মোড় এলাকায় ছাত্রাবাসে তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পর ভোরে তাদের মৃত্যু হয়। তাদের সাথে মদ পানে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

এদিকে পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের এক রাশিয়ান প্রকৌশলী শনিবার রাতে মদ পান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিন বিদেশী।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত তিনজনের লাশ মর্গে রয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি