ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রায়ো ভায়েকানোকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ১১:৪৮, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১১:৪৮, ৪ মার্চ ২০১৬

স্প্যানিশ লা লিগায় মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়েকানোকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো শক্তিশালী বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে কাতালানরা। ২২ মিনিটে দলের প্রথম গোলটি করেন মিডফিল্ডার ইভান রাকিটিক। এরপর ২৩, ৫৩ ও ৭২ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লিওনেল মেসি। এছাড়া, ৮৬ মিনিটে বার্সার হয়ে আরো একটি গোল করেন মিডফিল্ডার টুরান। ভায়েকানোর হয়ে শান্তনা সূচক একমাত্র গোলটি করেন মানুচ আলবার্ট। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিখের শিষ্যরা। এই জয়ে ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। আর ২৬ পয়েন্ট নিয়ে রায়ো ভায়েকানোর অবস্থান ১৬ নম্বরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি