ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অলিম্পিক গেমসে প্রথমবারের মত শরণার্থীদের দল

প্রকাশিত : ১১:৫৮, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১১:৫৮, ৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবারের মত অংশ নিতে যাচ্ছে দেশহীন শরণার্থীদের একটি দল। ‘টিম অব রিফিউজি অলিম্পিক অ্যাথলেট’ নামে তারা খেলবেন এবারের অলিম্পিকে। এরইমধ্যে মধ্যপ্রাচ্যসহ যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ভেতর থেকে ৪৩ জন সম্ভাব্য প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। এরমধ্য থেকে অন্তত ৫ থেকে ১০ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আশা প্রকাশ করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আর এদের প্রশিক্ষণসহ অন্যান্য সব খরচও বহন করবে কমিটি। আগামী ৫ই আগস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের রিও ডি জেনেরিও-তেও অলিম্পিকের পতাকা নিয়ে র‌্যালীতেও অংশ নেবে শরণার্থীদের এ দলটি। গাইবেন অলিম্পিক সঙ্গীত। বিশ্বের লাখ লাখ শরণার্থীর মধ্যে নতুন করে আশা জাগাবে এই দলটি- এমনটাই মনে করছে কমিটি প্রধান থমাস ব্যাচ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি