ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

লেজিয়া ওয়ারশকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:১৬, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:১৬, ১৯ অক্টোবর ২০১৬

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে লেজিয়া ওয়ারশকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে লিঁওর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। লেজিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১৬ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায় রিয়াল। এর চার মিনিট পর মার্সেলো ব্যবধান বাড়ান। ২২ মিনিটে রাদোভিচ একটি গোল শোধ করেন। ৩৭ মিনিটে অ্যাসেনসিও গোল করলে বড় জয়ের পথে এগিয়ে যায় রিয়াল। ৬৮ মিনিটে ভ্যাসকুয়েজ এবং ৮৫ মিনিটে মোরাতা গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, দিনের অন্য ম্যাচে স্পোর্টিং সিপিকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এছাড়া টটেনহ্যামের সাথে গোল শুন্য ড্র করেছে বায়ার্ন লেভারকুসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি