ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিটিআরসি নামে তথ্য চাইলে ব্যক্তিগত তথ্য না দেয়ার পরামর্শ বিটিআরসি চেয়ারম্যানের

প্রকাশিত : ১৮:০৯, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:০৯, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নামে ফোনকল বা এসএমএসের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তথ্য চাইলে ব্যক্তিগত তথ্য না দেয়ার পরামর্শ জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ। একুশে টেলিভিশনকে টেলিফোনে এ তথ্য জানান তিনি। এ বিষয়ে বিটিআরসির ওয়েবসাইটে নোটিশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন বিভিন্ন মোবাইল অপারেটর নম্বর এবং অবৈধ প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড লাইন এবং মোবাইল নম্বর ব্যবহার করছে প্রতারক চক্র। এমনকি বিটিআরসি নামেও কল করতে দেখা যাচ্ছে। ওইসব ফোনকল ও এসএমএসে গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য, সিম রেজিস্ট্রেশন তথ্য, অর্থ বা মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য (পাসওয়ার্ড, অ্যাকাউন্ট পিন নম্বর) হাতিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। বিটিআরসি এসব ঘটনার ক্ষেত্রে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে। একই সাথে প্রতারক চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি