
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে র্যাডার-সেন্সর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই বা সেনা মোতায়েন সম্ভব নয়, সেখানে নজরদারি জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ভারত। এরমধ্যে পশ্চিমবঙ্গে বাংলাদেশ সংলগ্ন সুন্দরবন, জম্মু-কাশ্মীর, গুজরাট ও ত্রিপুরা অংশ এর আওতায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, অরক্ষিত দুর্গম সীমান্ত দিয়েই জঙ্গিরা ভারতে প্রবেশের চেষ্টা করছে। তাদের ঠেকাতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন এ ব্যবস্থাপনার জন্য বরাদ্ধ হয়েছে ১০ কোটি টাকা।