ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১:৪০, ১৩ এপ্রিল ২০১৯

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) এক বিবৃতিতে মার্কিন জনগণ ও সরকারের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছায় বার্তায় বলা হয়, এই উৎসব বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে পালিত হয়। দিনটি বাংলা ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও বাঙালিদের অবদান উদ্‌যাপন করার দিন। আমরা চাই, সারা বিশ্বের সব বাঙালির নববর্ষ উদ্‌যাপন আনন্দদায়ক হোক। পয়লা বৈশাখ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। শেষে লেখা হয়- ‘হ্যাপি পয়লা বৈশাখ!’

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি