মার্কিন নির্বাচনের তৃতীয় এবং সবশেষ প্রেসিডেনশিয়াল বিতর্কেও জয়ী হয়েছেন হিলারী
প্রকাশিত : ১৫:০৪, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:০৪, ২০ অক্টোবর ২০১৬
মার্কিন নির্বাচনের তৃতীয় এবং সবশেষ প্রেসিডেনশিয়াল বিতর্কেও জয়ী হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারী ক্লিনটন। তবে, নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন, অর্থনীতি, পরমাণু, মধ্যপ্রাচ্য ও রাশিয়াসহ বিভিন্ন বিষয় উঠে আসে বিতর্কে। তবে, দুই প্রার্থীর সম্পর্কের তিক্ততা আরো বেশি স্পষ্ট হয় এ’দিন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকী আর মাত্র ১৮ দিন। তাই প্রার্থীদের সবশেষ বিতর্কের দিকে নজর ছিল বিশ্ববাসীর। সিএনএন এর জরিপ বলছে, বেশিরভাগ দর্শকের মন জয় করে আগের দুইবারের মত এবারো জয়ী হিলারি ক্লিনটন। ব্যবধান ৫২-৩৮।
লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় বিতর্কের শুরুতে স্টেজে উঠে দুই প্রার্থী কুশল বিনিময় তো দূরের কথা, তাকানও নি একে অপরের দিকে। পুরো ৯০ মিনিট জুড়েই ছিল এ’ অবস্থা।
বিতর্কের শুরুতেই উঠে আসে অভিবাসনের বিষয়। নিজের কঠোর অভিবাসন নীতির পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প। তবে, বরাবরের মতই অভিবাসীদের পক্ষে ছিলেন হিলারি।
নির্বাচনে কারচুপির আশংকা করে, পরাজিত হলে ফলাফল মেনে না নেয়ার আভাস দিয়ে রেখেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
এছাড়া, সামাজিক নিরাপত্তা, সুপ্রিম কোর্ট, অর্থনীতি, মধ্যপ্রাচ্য, অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত ও রাশিয়াসহ বিভিন্ন বিষয় উঠে আসে বিতর্কে।
আরও পড়ুন