ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

বেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিকদের বিশ্রাম, বিনোদন ও মাতৃত্বকালীন ছুটির জন্য সরকারের প্রতি আহবান

প্রকাশিত : ১৮:৫১, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০২, ২০ অক্টোবর ২০১৬

শ্রমিকদের আট ঘন্টা বিশ্রাম, বিনোদন ও মাতৃত্বকালীন ছুটির জন্য বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার এমপি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি জাতীয় সেমিনারে তিনি এ আহ্বান জানান । পোশাকশিল্পে নারীশ্রমিকদের অংশগ্রহন বিষয়ক সেমিনারে শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সরকারী প্রতিষ্ঠানগুলো নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করলেও বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে সেটা সম্ভব হয়নি। এজন্য নারী কর্মিদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। এসময় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নারীদের অন্তর্ভূক্তির কথা বলেন। এছাড়া নারী শ্রমিকদের জন্য কারখানা এলাকায় হোস্টেল স্থাপন, দক্ষতা বৃদ্ধি এবং ট্রেড ইউনিয়নে নারীদের অংশগ্রহন বাড়ানোর তাগীদ দেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি