ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বার্ন ইউনিটে জাকিরের মানবেতর জীবনযাপন করছেন

প্রকাশিত : ১৪:৫২, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ২১ অক্টোবর ২০১৬

অনাগত শিশুর মুখে বাবা ডাক শোনা হলো না ট্রাকচালক জাকির হোসেনের। গত শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় মারা যায় জাকিরের অন্তস্বত্তা স্ত্রী আমেনা বেগম। একই ঘটনায় পঙ্গু হয় আট বছরের শিশু সজীব। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন জাকির হোসেন। বার্ন ইউনিটের পঞ্চম তলায় অসহ্য ব্যাথা আর স্বজন হারানোর যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় বিলাপ করছিলেন ট্রাকচালক জাকির হোসেন। গেলো শনিবার সকালে অ্যাম্বুলেন্সের চাপায় আহত হয় জাকিরের অন্তস্বত্তা স্ত্রী আমেনা বেগম ও আট বছরের ছেলে সজীব। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যায়। পঙ্গুত্ব বরন করেন শিশু সজীব। জাকিরের আর্তনাদে ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। মা হারানো যন্ত্রনা এখনো আঁচ করতে পারছে না শিশু সজীব। লোকজন দেখলে ফেলফেলিয়ে তাকিয়ে থাকে ছোট্ট এই শিশুটি। গেলো ২৫ আগস্ট চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জাকির। দু'পায়ে ব্যান্ডেজ। যন্ত্রণায় কাতর শরীর নিয়ে নড়ার শক্তিও নেই জাকিরের। সুস্থ হয়ে পরিবার নিয়ে বাড়ি ফিরে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে।  একটি দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিয়েছে তার জীবন। সব কিছু হারিয়ে উপার্জন অক্ষম জাকির এখন দুর্বিসহ জীবনযাপন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ্হনংঢ়;
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি