জয়ী হলেই ভোটের ফল মেনে নেবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত : ১৭:০৩, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:০৩, ২১ অক্টোবর ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কেবলমাত্র জয়ী হলেই, ভোটের ফল মেনে নেবেন বলে জানিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ওহিও অঙ্গরাজ্যের ডেলাওয়ারে নির্বাচনী সমাবেশে এমনটাই বলেন ট্রাম্প। এ’সময় তিনি আরো জানান, ফলাফল স্বচ্ছ হলে তা গ্রহণ করবেন। তবে, প্রশ্নবিদ্ধ হলে আইনিভাবে মোকাবেলা করবেন। এরআগে, লাস ভেগাসে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তৃতীয় ও শেষ বিতর্কের পর ভোটের ফল মেনে নিতে নাও পারেন বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এদিকে, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, নির্বাচন নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্যকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন