২৩ এপ্রিল বসবে পদ্মা সেতুর একাদশ স্প্যান
প্রকাশিত : ১৮:৩২, ১৮ এপ্রিল ২০১৯
আগামী ২৩ এপ্রিল পদ্মা সেতুতে বসবে একাদশ স্প্যান। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হবে ১৫০ মিটারের ওই স্প্যানটি। এ নিয়ে ১১টি স্প্যান বসতে যাচ্ছে পদ্মা সেতুতে। মোট ৪১টি স্প্যানে গড়ে উঠবে স্বপ্নের পদ্মাসেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ইতোমধ্যে, ১০টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে। পদ্মা সেতুর পিয়ার বা খুঁটি রয়েছে ৪২টি। এর মধ্যে ২২টি খুঁটির নির্মাণ কাজ শেষ। আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টি খুঁটির নির্মাণ কাজ শেষ হবে। তখন আরও গতিতে স্প্যান বসানো যাবে। তখন প্রতি মাসে দুটি করে স্প্যান বসানো সম্ভব হবে বলে সেতু কর্তৃপক্ষ সূত্রে।
পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসবে। প্রস্তুত করে রাখা আছে প্রায় ৩৫০টি রোডওয়ে স্ল্যাব। এছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৭২টি স্ল্যাব বসেছে স্প্যানগুলোতে। এ পর্যন্ত পদ্মা সেতুর প্রতি ৬৫ শতাংশ অগ্রগতি হচ্ছে। আগামী বছরের শেষদিকে পুরোপুরি কাজ শেষ হবে স্বপ্নের পদ্মা সেতুর।
এসএইচ/
আরও পড়ুন