ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযোদ্ধা বজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা বজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভায় সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য দেন বক্তরা বলেন, বজলুর রহমান আমৃত্যু ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তাকে অসংখ্যবার জেলে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। নতুন প্রজন্মকে বজলুর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা ।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি