ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নেত্রকোণায় হাওর অঞ্চলে চলছে বোরো ধানকাটা (ভিডিও্)

প্রকাশিত : ১০:৫১, ২১ এপ্রিল ২০১৯

নেত্রকোণায় হাওর অঞ্চলে পুরোদমে চলছে বোরো ধানকাটা। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে মাড়াই করা ধানে চিটার পরিমাণ বেশি থাকায় হতাশ চাষীরা। এবার ধান রোপণের মৌসুমে আবহাওয়ার তারতম্য থাকায়, উৎপাদন কমেছে বলে মনে করছে কৃষি বিভাগ।

হাওর বেষ্টিত এলাকা নেত্রকোনার মদন, খালিয়াজুরী ও মোহনগঞ্জ। ভৌগলিক অবস্থানগত কারণে, এখানে বছরে কেবল একবার বোরা ধান আবাদ সম্ভব হয়। যা হাওরবাসীর খাদ্য যোগানের একমাত্র ভরসা।

এবার জেলায় ৪০হাজার ৫০০ শত ১০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এখন পুরোদমে চলছে ধানকাটা ও মাড়াই।

তবে বেশিভাগ এলাকার কৃষকই সন্তুষ্ট নন ধানে অতিরিক্ত চিটা হওয়ায়। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা।

কৃষি বিভাগও বলছে, এবার ধানগাছে পূর্ণমাত্রায় ফসল আসেনি। মৌসুমে আবহাওয়ার তারতম্যের তথ্য বিশ্লেষণ করে, আগামীতে কৃষকদের সঠিক পরামর্শ দেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।

উৎপাদন পরিস্থিতি বিবেচনায়, ধানের ন্যায্য বাজারমূল্য নির্ধারণের দাবি কৃষকদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি