ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ইরাকে আইএসের হামলায় ৬ পুলিশসহ নিহত ১৯

প্রকাশিত : ১৮:৪৮, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ২১ অক্টোবর ২০১৬

ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক শহরে সরকারী ভবন ও বিদ্যুৎ কেন্দ্র্রসহ কয়েকটি স্থানে আইএসের হামলায় ৬ পুলিশসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। এরমধ্যে ৪ ইরানি নাগরিক রয়েছে। সংঘর্ষে ১২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। মসুল অভিযানকে দূর্বল করতে এমন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসুল থেকে ১৭০ মাইল দক্ষিণে কিরকুক শহরের অবস্থান। এদিকে মসুল পুনরুদ্ধারে অভিযান আরো শক্তিশালী করা হয়েছে বলে দাবি করেছে কুর্দী বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মসুলের পাশ্চবর্তী কয়েকটি গ্রাম থেকে প্রায় সাড়ে ৫শ’ পরিবারকে নিয়ে শহরে তাদের স্থাপনায় মানবঢাল হিসেবে ব্যবহার করছে আইএস। এঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি