ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ গঠন করা হয় ১৯৪৯ সালের জুনে

প্রকাশিত : ১২:২৩, ২২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৩, ২২ অক্টোবর ২০১৬

১৯৪৯ সালের জুনে ঢাকার রোজ গার্ডেনে প্রগতিশীল এক কর্মী সম্মেলন গঠন করা হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। তারপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে সেই ঐতিহাসিক দলটিই আজকের ’আওয়ামী লীগ’; পা দিয়েছে ৬৭ বছরে। জাতীয় উন্নয়নমুখী গণতান্ত্রিক এই দলটির ২০তম সম্মেলন আজ। ১৯৪৯ সালের জুনে ঢাকার রোজ গার্ডেনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের প্রথম কাউন্সিল। এতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি ও শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হন। ১৯৫৫ সালের কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হল। ধর্ম নিরপেক্ষতার পতাকা উর্ধ্বে তুলে ধরল দলটি। টাঙ্গাইলের কাগমারীতে ১৯৫৭ সালের সম্মেলনে দলটির আলোচনার মূলে ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন ও জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি। ১৯৬৬ সালের ১৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে অনুমোদন হয় ঐতিহাসিক ছয় দফা । ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং এর রায় মেনে নিতে পাকিস্তানি শাসকচক্রের অসম্মতি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তারপর আওয়ামী লীগের নেতৃত্বেই গণ-মানুষের স্বশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিল ’বাংলাদেশ’। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথম কাউন্সিল। সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরপরই ঘটে ১৯৭৫-এর ১৫ আগস্টের সেই ভয়াবহ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হন সপরিবারে। ১৯৭৫-এর ৩ নভেম্বর কারাগারের ভেতরে নিহত হন আওয়ামী লীগের চার নেতা। দলটির ইতিহাসে সবচেয়ে বড় দুঃসময় এসে হাজির হয়। দীর্ঘ দুই দশক পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এক-এগারোর তত্ত্বাধায়ক সরকারের দুই বছরের শাসনের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০৯ সাল থেকেই নেতৃত্বে আছেন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গণতান্ত্রিক এই দলটি বীরদর্পে পালন করতে চায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। পরিবর্তন আর ডিজিটাল বাংলাদেশ প্রতিপাদ্যে তারা উন্নয়নের পথে ছুঁতে চায় মধ্য আয়ের দেশের সীমা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি