ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন শেখ হাসিনা

প্রকাশিত : ১২:০৮, ২২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৮, ২২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। এরপর দলীয় নেতাকর্মী ও অতিথিদের স্বাগত জানান শেখ হাসিনা। একইসঙ্গে দুইদিনের এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরআগে, সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন সম্মেলন স্থলে। বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য আর কাউন্সিলরদের অংশগ্রহণে মিলনমেলায় রূপ নিয়েছে ঐতিহাসিক এই উদ্যান এলাকা। এদিকে, নাশকতা এড়াতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি