‘অসম্প্রদায়িক দেশ’র জন্য কাজ করছে সম্প্রীতি বাংলাদেশ’
প্রকাশিত : ১৩:১০, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:১০, ২৪ এপ্রিল ২০১৯
বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)
সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত আতিকুর রহমান।
এ সময়ে তারা শ্রীলংকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ক্রাইস্টচার্চ বা কলম্বোতে যারাই এ ধরণের হামলা চালিয়েছে তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।
তারা উদ্বেগ প্রকাশ করেন যে এ ধরনের হামলা বাংলাদেশ ও এই উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা হাই কমিশনারকে অবহিত করেন যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসম্প্রদায়িক বাংলাদেশ-এর জন্য সম্প্রীতি বাংলাদেশ নিরলসভাবে কাজ করে চলেছে। তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে সম্মত হন।
আরও পড়ুন