ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বিনোদন কেন্দ্রে ডাকাতদের হামলায় আহত ৫, অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত : ১৬:৩৫, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৫, ৪ মার্চ ২০১৬

g ruberyগাজীপুরের ভবানীপুরে একটি বিনোদন কেন্দ্রে ডাকাতদের হামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তায়হীদ জামান শিপলুসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতরা লুট করে নিয়ে গেছে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। বৃহস্পতিবার রাতে রাজেন্দ্র ইকো রিসোর্টে এ ডাকাতির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে ডাকাতদল হানা দেয়। তারা কর্মচারী ও অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে। বাঁধা দিতে গেলে ডাকাতদের হামলায় আহত হন পাঁচজন। ঘটনার পর র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পর্যটকদের অভিযোগ, বিনোদন কেন্দ্রে সীমানা প্রাচীর না থাকায় এবং নিরাপত্তা ব্যবস্থা খারাপ হওয়ায় ডাকাতির ঘটনা ঘটে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি