ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শিল্পকলায় ১৯তম এশিয়ান ঘুড়ি প্রদর্শনী শুরু

প্রকাশিত : ২৩:৪৮, ২৫ এপ্রিল ২০১৯

রাজধানীতে শুরু হয়েছে ১৯তম এশিয়ান ঘুড়ি প্রদর্শনী। ঢাকাবাসী’র আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী’র জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এ’সময় হারিয়ে যাওয়া সংস্কৃতি-ঐতিহ্য ধরে রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান সংস্কৃতিজনেরা।

প্রদর্শনী ঘুরে দেখা যায়, আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত উড়ে বেড়ায় যেসব ঘুড়ি সেগুলোই ধরে বেঁধে রাখা হয়েছে এখানের দেয়ালে-দেয়ালে। বাংলাদেশ, ফিলিপাইন, চায়না, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ঘুড়ি নিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় হরেক রকম ঘুড়ির এ প্রদর্শনী। যা দেখে মুগ্ধ দর্শকরা।

প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী বলেন, এমন আয়োজনে আন্তর্জাতিক যোগাযোগ যেমন বাড়ে, তেমনি ঘটে সংস্কৃতির বিকাশ।

ঢাকাবাসী সংগঠনের আয়োজনে ছয় দিনের এ প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি