ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘জনগণের চাপেই বিএনপির নেতারা শপথ নিচ্ছেন’ 

প্রকাশিত : ১৭:১১, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৭:১২, ২৬ এপ্রিল ২০১৯

বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার বিষয়ে সরকারে কোন চাপ নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকালে ব্রুনাই সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারের কোন চাপ নেই, জনগণের চাপেই বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা বুঝতে পারছে শপথ না নিয়ে বিএনপিকে জনগণ প্রত্যাখান করবে। যে কারণে তারা নিজে নিজে শপথ গ্রহণের কথা বলে।

শুরুতে নিষেধাজ্ঞা ভেঙে ড. কামালের ঘনিষ্ঠজন সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার পর বিএনপির পক্ষ থেকে তাদের বেঈমান ঘোষণা দেয়া হয়। তবে গতকাল বিএনপি দলীয় সিদ্ধান্ত তোয়াক্কা না করে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে এখনও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।

উল্লেখ্য, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে গত রোববার তিন দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে। সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহ।


টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি