ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব দেখতে চান নেতা-কর্মীরা

প্রকাশিত : ১০:৪৯, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৯, ২৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব দেখতে চান তৃণমূলের নেতা-কর্মীরা। তবে সাধারন সম্পাদক পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতারা। সজিব ওয়াজেদ জয়কে সম্মানজনক পদেও আশা করেন অনেকে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের ২০তম কাউন্সিল ঘিরে সারা দেশ থেকে আসা নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত সোহরাওয়াদী উদ্যান। নতুন নেতৃত্ব নিয়ে  তৃণমূল নেতাদের প্রত্যাশার সঙ্গে রয়েছে কৌতুহলও। নেতৃত্বের যোগ্যতার বিবেচনায় তৃণমূল নেতাদের চিন্তা রয়েছে ভিন্নতা। তবে দলের সভাপতির যেকোন সিদ্ধান্ত মেনে নেবার বিষয়ে কোন দ্বিধা নেই তাদের। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা নেতারাও নতুন মুখ আশা করেন, তবে যোগ্যতার মাপকাঠিতে যাচাই করে। প্রায় সাড়ে ৬ হাজার কাউন্সিলর সম্মেলনে মত দেবেন। তৃণমূলের প্রত্যাশা, রুপকল্প ২০২১ বাস্তবায়নের  যোগ্য নেতৃত্ব আসবে দলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি