ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় পিটিয়ে ও শ্বাস রোধ করে নববধু হত্যা

প্রকাশিত : ১৬:৪১, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪১, ৪ মার্চ ২০১৬

murderসাতক্ষীরার শ্যামনগরে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন এক নববধুকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মৃতদেহটি হাসপাতালের জরুরী বিভাগে ফেলে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠায়। নিহত গৃহবধূ জান্নাতুল ফেরদৌস কালিগঞ্জ উপজেলার শেখপাড়া এলাকার মেয়ে। নিহতের ভাই জানান, দেড় মাস আগে শ্যামনগর উপজেলা সদরের রফিকুল ইসলামের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবীতে নির্যাতন করতো তাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি