নওগাঁ ও রংপুরে আবারো বেড়েছে চালের দাম
প্রকাশিত : ০৯:৪৯, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৪৯, ২৪ অক্টোবর ২০১৬
দেশের অন্যতম শস্যভান্ডার নওগাঁ ও রংপুরে আবারো বেড়েছে চালের দাম। পাইকারি আড়ত-মোকামে কয়েক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত। দামের উর্ধ্বগতির জন্য মিল মালিক-মজুতদারদের সিন্ডিকেটকে দায়ি করেছেন খুচরা ব্যবসায়িরা। আর মিল মালিকরা বলছেন, বেশি দামে ধান কেনায়, চালের দর বাড়াতে হয়েছে।
অস্থির হয়ে উঠেছে নওগাঁর চালের বাজার। মিনিকেট, পাইজাম, নাজিরশাইল ও জিরাশাইল চালের ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে ১শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড়-বড় মিলাররা গুদামে ইচ্ছেমতো চাল মজুত করে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন।
তবে, মজুতের কথা অস্বীকার করেছেন মিল মালিক ও চাল ব্যবসায়ি নেতারা।
এদিকে, রংপুরের মাহিগঞ্জ চালের মোকামে দু’সপ্তাহ আগের ২৪শ’ ৫০ টাকার মোটা চালের বস্তার দাম এখন ২৭শ’ টাকার উপরে। একইভাবে ২৬শ’ থেকে ২৭শ’ টাকার চিকন চালেরও দাম বেড়ে বস্তাপ্রতি দাঁড়িয়েছে ২৯শ’ ৫০ থেকে ৩১শ’ টাকা পর্যন্ত।
এ’সব আড়ত থেকে রাজধানীসহ বিভিন্ন জায়গায় সরবরাহের পর ভোক্তা পর্যায়ে আরো বেড়ে যায় চালের দাম।
বাজার স্থিতিশীল রাখতে সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন