ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামী নির্বাচনেও নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে অভিযোগ বিএনপির নেতাদের

প্রকাশিত : ১৮:৪৭, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৪ অক্টোবর ২০১৬

আগামী নির্বাচনেও সরকারের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সব দলের সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানান তারা। আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপির প্রয়াত নেতা আফসার উদ্দিন সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্মরনসভার আয়োজন করে সিদ্দিকী ফাউন্ডেশন। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন দলের মহাসচিব। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। সব রাজনৈতিক দলের সাথে পরামর্শের আলোকে নির্বাচন কমিশন গঠনের দাবী জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগনের দাবী আদায়ে ৭১ ও ৯১ এর মত আরেকটি আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। উন্নয়নের শ্লোগান দিয়ে ক্ষমতাসীনরা গণতন্ত্রের ক্ষতি করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি