ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ কারখানা

প্রকাশিত : ১৯:০৪, ২৪ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৪, ২৪ অক্টোবর ২০১৬

প্লাষ্টিক বর্জ্য রিসাইকেল করে নতুন বোতল তৈরির জন্য নারায়ণগঞ্জের রুপগঞ্জে বাংলাদেশ পেট্রোকেমিকেল কোম্পানী লিমিটেড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফেলে দেয়া প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগানোর মাধ্যমে পরিবেশ দূষণও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের রুপগঞ্জে চালু হয়েছে প্লাস্টিক বর্জ্য রিসাইকেলিংয়ের মেগা প্ল্যান্ট। বাংলাদেশ পেট্রোকেমিকেল কোম্পানী লিমিটেড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে নির্মিত এ কারখানায় প্লাস্টিক বর্জ্য থেকে বছরে বর্তমানে প্রায় ৫০০০ মেট্রিক টন পেট রেজিন উৎপাদন হচ্ছে। এগুলো থেকেই হবে নতুন বোতল। ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রিসাইকেলিং প্ল্যান্ট পলিথিলিন টেরেপথেলেট তৈরি শুরু করে ২০১২ সালে। সোমবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন দুতাবাসের ডেপুটি চীফ অব মিশন ডেভিড মিলি। বিপিসিএল কর্তৃপক্ষ বলছে, এ কারখানায় শ্রমিকদের কাজের সুস্থ্য পরিবেশও নিশ্চিত করা হয়েছে। এদিকে ফেলে দেয়া প্লাস্টিক বোতল পরিশোধনের এ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন শিল্পাঞ্চল সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি