ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২২:৩৪, ২ মে ২০১৯

সৌদি আরবের রিয়াদের শাগরায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর মেহেদি হাসান দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন তারা। আহতদের শাগরা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাড়িতে করে দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এঁদের মধ্যে ১১ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি