ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুলতানা কামালকে ‘জঙ্গিদের’ হত্যার হুমকি

প্রকাশিত : ২৩:৫৭, ৪ মে ২০১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। হুমকি পাওয়ার পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার বাসায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার রাজধানীর ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন সুলতানা কামাল। তার জিডির নম্বর ১৭১।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে তাকে হত্যার বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন সুলতানা কামাল। পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিডির বিষয়টি তদন্ত করছেন ধানমন্ডি থানার এসআই হারুনুর রশিদ। তিনি জানান, হুমকির স্ন্যাপশটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তবে কোন সংগঠন হুমকি দিয়েছে তা স্পষ্ট নয় বলে জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি