ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আগামী নির্বাচনেই দেখা যাবে জনসমর্থন কাদের পক্ষে যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭:০০, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:০০, ২৫ অক্টোবর ২০১৬

আগামী নির্বাচনেই দেখা যাবে জনসমর্থন কাদের পক্ষে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনে  অংশগ্রহনের আহ্বান জানিয়ে একথা বলেন তিনি। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশ্ববিদ্যালয় গবেষণা দিবসে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আরো বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে সফল ও স্বার্থক সম্মেলণ করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা তার বক্তব্যে কাউকে আক্রমণ করেন নি বরং স্বপ্নের কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। দেশে উন্নয়নের যে জোয়ার বইছে আমরা তা নিয়েই জনগনের কাছে যাবো। এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহন নিশ্চিত করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি