ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুনতাসির মামুনকে হত্যার হুমকি জঙ্গিগোষ্ঠির

প্রকাশিত : ১৬:৪৯, ৫ মে ২০১৯

বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। ইসলামের স্বার্থে তাদেরকে এ হুমকি দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ধানমন্ডি থানায় মুনতাসীর মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়।
এ পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছেন মুনতাসীর মামুন।
আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত ওয়েবসাইট লোনউলফে হত্যার হুমকি সংক্রান্ত একটি লেখা প্রকাশের সূত্রধরে ধানমন্ডি থানায় জিডি করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডি আমলে নিয়ে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মুনতাসীর মামুনের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার একই কারণ উল্লেখ করে ধানমন্ডি থানায় জিডি করেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

এমআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি