ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আর্জেন্টিনার ফুটবলার ওর্তেজার জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩০, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩১, ৪ মার্চ ২০১৬

আরনাল্ডো এরিয়েল ওর্তেজা আর্জেন্টিনার সাবেক ফুটবলার। আরনাল্ডো এরিয়েল ওর্তেজার জন্ম ১৯৭৪ সালের ৪রা মার্চ আর্জেন্টিনার জুজুই শহরে। ওর্তেজার ৪২তম জন্মদিনে তাঁর ফুটবল ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayসমর্থক ও সহকর্মীদের কাছে ওর্তেজা নাসেই পরিচিত আর্জেন্টিনার সাবেক এই ফুটবল তারকা। স্কুর জীবন থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। ১৯৯১ সালে প্রথম রিভার পেল্ট ক্লাবের হয়ে অভিষেক হয় তাঁর। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। ১৯৯৬ সাল পর্যন্ত খেলেন রিভার প্লেট ক্লাবে। আর এই ক্লাবের হয়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ৫ মৌসুমে ১৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি। ওর্তেজা ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ১৯৯৭ সালে মাঠে নামেন ভ্যালেন্সিয়া ক্লাবের জার্সি গায়ে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান সামম্পদোরিয়া ক্লাবে। ১৯৯৯ সালে নতুন করে মাঠে নামেন পারমা ক্লাবের হয়ে। ২০০২ সালে দুই মৌসুমের জন্য আবারো নতুন করে যোগ দেন পুরনো ক্লাব রিভার প্লেটে। এছাড়া ওর্তেজা খেলেছেন অল বয়েস, রিভ, নিউওয়েল্ধসঢ়;স ওল্ড বয়েস ও বেলগ্রানো ক্লাবে। ২০১২ সালে বেলগ্রানো ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ওর্তেজা ফুটবল ক্যারিয়ারে ভিবিন্ন ক্লাবে ম্যাচ খেলেছেন ৪৪৭টি আর গোল পেয়েছেন ১০৯টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠে নামেন এই আর্জেন্টিনার স্ট্রাইকার। ১৯৯৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন আর্জেন্টিনা জাতীয় দলে। ওর্তেজা খেলা থেকে অবসর নিলেও নিজেকে আরো অনেক দিন জড়িত রাখতে চান এই কুশলী ফুটবল তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি