ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রেসিং ক্লাবের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে বোকা জুনিয়রস

প্রকাশিত : ১৭:২৬, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৬, ৪ মার্চ ২০১৬

bocaকোপা লিবার্তদোরেস ফুটবলে রেসিং ক্লাবের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে বোকা জুনিয়রস। দর্শক শূণ্য লা বোমবোনেরা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমনে জমে উঠে খেলা। গত বছর বুয়েন আয়ারর্স দলের বিপক্ষে খেলার সময় দর্শকদের উশৃখল আচরণের জন্য শাস্তি সরূপ দর্শক শূণ্য স্টেডিয়ামে বোকা জুনিয়রসের খেলা আয়োজন করে আয়োজকরা। খেলার ৩৫ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করে বোকা জুনিয়রস। রেসিং এর গোলরক্ষক সেয়াবাস্তিন ভুল করে বোকার স্ট্রাইকার তেভেজকে বল দিলেও তেভেজের শট বাইরে যায়। বাকি সময়ে আর কোন গোল না হলে গোলশূণ্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি