চাঁদা না দেয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা (ভিডিও)
প্রকাশিত : ১৪:১৫, ১০ মে ২০১৯
কুষ্টিয়ার খোকসায় চাঁদা না দেয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কেউ। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের হুমকীতে বাড়িছাড়া পরিবারটি। ভয়ে শংকায় দিন কাটছে তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন।
রাধানগর গ্রামের কৃষক রাজকুমার রায়। পৈত্রিক কিছু জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ জমির দিকে নজর পরে এলাকার কিছূ প্রভাবশালী ব্যাক্তির। চাঁদা চায় তার কাছে। প্রাণের ভয়ে প্রথমে ১০ হাজার টাকা দেন। পরে আরও ১ লাখ টাকা দাবী করে। কিন্তু দিতে না পারায় রাজকুমার ও তার ভাই সুদেবের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আহত সুদেব বর্তমানে হাসপাতালে ভর্তি।
ভুক্তভোগীদের অভিযোগ ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। উপরন্তু অভিযুক্তদের প্রকাশ্য হুমকিতে তারা বাড়ি ছাড়া। ভুগছেন নিরাপত্তাহীনতায় ।
এদিকে চাঁদা চাওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত হারেসের স্ত্রী। স্থানীয়রা জানায় সিদ্দিক, হারেসরা আগে জামায়াত করতো, বর্তমানে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এসব কাজ করছেন।
পুলিশ জানায়, আসামী ধরতে সব ধরণের চেষ্টা চলছে। সংখ্যালঘু পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন