অল্প সময় ও স্বল্প পুঁজিতে বান্দরবানের বাদামের চাষ (ভিডিও)
প্রকাশিত : ১০:০৪, ১১ মে ২০১৯
অল্প সময় ও স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় বান্দরবানের নদীর চরে বাড়ছে বাদামের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় চাষীরা ঝুঁকছে বাদাম চাষে। ন্যায্য দাম পেতে বাদাম বিক্রির জন্য জেলায় বাজারশেডের দাবি জানিয়েছে চাষীরা।
বান্দরবানের বালাঘাটা, ভরাখালী, ক্যামলংসহ সাংগু নদী তীরে বিস্তির্ণ জমিতে থেকে বাদাম তোলায় ব্যস্ত চাষীরা।
প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বাদামের বীজ লাগানো হয়। মাটি উর্বর হওয়ায় অতিরিক্ত সার ছাড়াই তিন মাসেই ফলে বাদাম। বান্দরবানের বাদামের মান ভালো হওয়ায় কক্সবাজার, চকরিয়া, টেকনাফসহ দেশের বিভিন্ন প্রান্তে এ বাদামের চাহিদা আছে। কিন্তুু চাষীদের অভিযোগ, বাদাম বিক্রির জন্য জেলায় কোনও বাজারশেড না থাকায় ঠিকমতো পণ্য বাজারজাত করতে পারছেন না তারা।
কৃষি বিভাগ জানায়, এ বছর ৯শ ৯৯হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। কৃষকদের জন্য বাজারশেড তৈরি ও বাজারজাতকরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা।
কৃষি বিভাগ থেকে উন্নত বীজ সরবরাহ, বিনামুল্যে সারের ব্যবস্থা হলে পার্বত্য এলাকায় বাদামের উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন