ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে ট্যাক্স পরিশোধের আহ্বান

প্রকাশিত : ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে ট্যাক্স পরিশোধের আহ্বান জানিয়েছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে উত্তর পাহাড়তলী ও পূর্ব পাহাড়তলী মহল্লার অধিবাসীদের সাথে মতবিনিময়ের সময় মেয়র একথা বলেন। জনগণের ট্যাক্সে নগরের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়  জানিয়ে মেয়র নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। মেয়র বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে নতুনভাবে হোল্ডিয়ং ট্যাক্স পুনঃনির্ধারণের কাজ চলছে। এ সময় অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি