ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়া যেতে ২৬ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ২০:৪১, ১৩ মে ২০১৯

ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২৬ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৪ জন নারী, ৭ জন পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে।

সোমবার (১৩ মে) ভোরে মহেশখালী উপজেলার হোয়ানক ও কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের অস্থায়ী বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ক্যাম্প থেকে পালিয়ে কয়েকজন রোহিঙ্গা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি