ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারনার অভিযোগে ১৪ জনকে আটক

প্রকাশিত : ১৯:২৭, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ৪ মার্চ ২০১৬

ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, প্রতারনার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। এদের ১২ জনই বিদেশি নাগরিক। এই চক্র ভূয়া একাউন্ট খুলে সামাজিক মাধ্যমে নারীদের প্রলুব্ধ করে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। প্রতারনা চালাতে, প্রতারকরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও জানা গেছে। fb gangকঙ্গো, নাইজেরিয়ান, ক্যামেরুনের ১২জন নাগরিক। যারা কাজের খোঁজে বাংলাদেশে এসে গড়ে তোলেন প্রতারনার চক্র। আর এরার কৌশলটিও অভিনব। ফেসবুক, টুইটার, ট্যাংঙ্গোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরুতে ভূয়া একাউন্ট খোলেন, যাতে ব্যাবহার করা হয় ভূয়া পরিচয় আর ছবি। তারপর কোন নারীর সঙ্গে যোগাযোগ করে, গড়ে তোলেন সখ্যতা। বিকেলে সংবাদ সম্মেলনে তাদের অপকর্মের এই বিবরন দেন র‌্যাব-১এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। এবার বিদেশ থেকে বিভিন্ন উপহার সামগ্রী পাঠানোর নামে দফায় দফার টাকা চাইতে থাকেন। আর বিশ্বস্ত হওয়ার জন্য ব্যবহার করেন বিভিন্ন দেশের ফোন কোড। টাকা নেয়ার ক্ষেত্রেও ব্যবহার করেন বিভিন্ন ব্যাংকের একাউন্ট। এধরনের অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে ১২ বিদেশী সহ এই প্রতারক চক্রের ১৪ জনকে আটক করে র‌্যাব। র‌্যাব জানায়, এই প্রতারক চক্রের নেটওয়ার্ক দেশ ও দেশের বাইরে সমানতালে প্রতারনা করছে সাধারন মানুষের সঙ্গে। এধরনের আরও কয়েকটি চক্র এখনও সক্রিয় রয়েছে বলে জানান এই র‌্যাব কর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি