ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে স্কুলছাত্র ও মেহেরপুরে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:৫৭, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২১, ২৮ অক্টোবর ২০১৬

নিখোঁজের দুইদিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে স্কুলছাত্র ও মেহেরপুরে অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সোনাইদা বিল থেকে স্কুলছাত্র পান্থর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পান্থর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পান্থর খালাত ভাই শুভকে আটক করা হয়েছে। নিহত পান্থ চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। এদিকে, মেহেরপুর সদরের টেংরামারী মাঠ থেকে খোকন নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিক্সা ছিনতাই করে বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি