ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিংয়ে সেরাটা দিতে হবে- তামিম

প্রকাশিত : ১৯:৫৬, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৬, ৪ মার্চ ২০১৬

bd practiceভারতের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই সেরাটা দিতে হবে বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটারদের ছুটি থাকলেও তামিমসহ বেশীরভাগ খেলোয়াড়রাই আজ মাঠে এসেছিলেন অনুশীলনে। একফাঁকে তামিম এসব বলেন সাংবাদিকদের কাছে। কিছুদিন ধরেই টি-টুয়েন্টিতে ভারত দারুণ ফর্মে রয়েছে বলেও জানান এই মারকুটে ব্যাটসম্যান। ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ থাকায়, তাদের বিপক্ষে জয় পেতে সব বিভাগেই টাইগারদের নিজেদের সেরাটা দিতে হবে বলে মন্তব্য করেন এই ওপেনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি